শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | কোনারক সূর্য মন্দিরেও মেলে না দেখা, মুর্শিদাবাদে রয়েছে সেই মূর্তি! কোথায় জানুন

Pallabi Ghosh | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১২ : ৫৫Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হাতেগোনা মাত্র কয়েকটি সূর্য মন্দির রয়েছে। সূর্য দেবতার মন্দিরে তাঁর মূর্তি রয়েছে এমন মন্দিরের সংখ্যা আরও কম। মন্দিরে বেশিরভাগ জায়গায় সূর্যের চিহ্ন বা প্রতীক পূজিত হয়। এমনকী ভারত বিখ্যাত কোনারকের সূর্য মন্দিরেও সূর্য দেবতার কোনও মূর্তি নেই। 

কয়েক শতাব্দী আগে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের অমৃতকুন্ড গ্রামে সূর্য দেবতার বিগ্রহ এবং মন্দির প্রতিষ্ঠা হলেও বিস্মৃতির অতলেই থেকে গেছে এই মন্দির। প্রতি বছর মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্যালেস এবং নবাবদের অন্যান্য নিদর্শন দেখার জন্য হাজার হাজার পর্যটক এলেও তাঁদের বেশিরভাগ, এমনকী জেলার অধিকাংশ মানুষই জানেন না মুর্শিদাবাদে কোথায় রয়েছে সূর্য দেবতার বিগ্রহ এবং তাঁর মন্দির। 

অমৃতকুন্ড সূর্য মন্দিরের সেবাইত সুমন চ্যাটার্জী বলেন, 'আমাদের পূর্বপুরুষের কাছ থেকে আমরা শুনেছি দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা বিক্রমাদিত্য এই মন্দিরটি স্থাপন করেছিলেন। বহু বছর আগে তিনি যখন এই এলাকা দিয়ে যাচ্ছিলেন সেই সময় তিনি স্বপ্ন দেখেন গ্রামের 'দেবপুকুরে' সূর্য দেবতার মূর্তি রয়েছে। এরপর দেবতার আদেশে তিনি সেই মূর্তি তুলে এনে গ্রামে সুদৃশ্য পাথরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।'
 
তবে সময়ের আঁচড় লেগে বিক্রমাদিত্যের নির্মিত সেই মন্দির এখন আর দেখা যায় না। স্থানীয় মানুষের সহযোগিতায় বছর তিরিশ আগে তৈরি হয়েছে অন্য একটি মন্দির। যেখানে এখনও সূর্য দেবতার নিত্যসেবা করা হয়। সুমন বলেন, 'রাজা বিক্রমাদিত্য এই মন্দিরে সূর্য দেবতার যে মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, তার মুখের একটু অংশ বহু বছর আগে ভেঙে গিয়েছে। তাই প্রতি বছর শ্রাবণ মাসের শেষ রবিবার এই মন্দিরে সূর্য দেবতার অভিষেক করে তাঁর প্রাণ প্রতিষ্ঠা করা হয়।'
 
তিনি জানান, 'এই মন্দিরে সপ্ত অশ্বচালিত রথের উপর আসীন রয়েছেন সূর্য দেবতা। তার সঙ্গে রথের চালক অরুণকে দেখতে পাওয়া যায়। পাশেই রয়েছে মা মাতঙ্গীর একটি মূর্তি।'
 
গ্রামের প্রচলিত ধারণা রয়েছে যেহেতু সূর্যদেব অশ্বচালিত রথের উপর আসীন রয়েছেন, তাই ওই গ্রামে কেউ ঘোড়ায় চড়ে ঢুকতে বা ঘুরতে পারেন না। সুমন বলেন, 'এই ধারণা ভ্রান্ত প্রতিপন্ন করার জন্য অনেকেই ঘোড়ার পিঠে চড়ে গ্রামে ঘোরার চেষ্টা করেছে। কিন্তু তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে।'
 
গ্রামের বাসিন্দাদের দাবি, অত্যন্ত প্রাচীন এবং দামি মূল্যবান পাথরে নির্মিত এই মন্দিরের মূর্তি। তাই মন্দির এবং মূর্তির সুরক্ষার জন্য ব্যবস্থা নিক প্রশাসন। এর পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকাটি যাতে পর্যটনস্থল হিসেবে রাজ্যে পরিচিতি পায়, তার দাবিও রেখেছেন স্থানীয় বাসিন্দারা।


murshidabadsuntemple

নানান খবর

নানান খবর

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

কোথায় তৈরি হয়েছে এই হেরোইন! তাজ্জব পুলিশ, উদ্ধার প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি

পালাতে গিয়েও হল না শেষরক্ষা, ভারত-পাক উত্তেজনার আবহে নদীয়ায় বড় সাফল্য পুলিশের

অডিও রেকর্ডারই আশার আলো, মাধ্যমিকে ৫০০ পার করল দুই দৃষ্টিহীন ছাত্র

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া